উমরাহ্ মৌসুম ২০২৫ তে বয়সের সীমাবদ্ধতা থাকছে না। ছোট- বড়-শিশু সবাই উমরাহ্ ভিসা পাবে। যে কেউ উমরাহ্ পালন করতে পারবে।
সম্পূর্ন প্যাকেজ উমরাহ এজেন্ট থেকে নিতে হবে।
ভিসা হওয়ার আগেই হোটেল এবং টিকেট কনফার্ম করতে হবে।
সফটওয়্যার মাধ্যমে মসজিদ আল নববীর রিয়াজুল জান্নায় সালাত ও উমরাহ আদায়ের জন্য পারমিশন সিরিয়াল দিতে হবে।
উমরাহ্ পালনকারী সৌদি আরবে যাওয়ার পূর্বেই , উমরাহ্ পালন , মদীনা জিয়ারত সহ অন্যান্য বিষয় নিদ্রিষ্ট এপ এর মাদ্ধমে শিডিউল ( উমরাহ্ এজেন্সী এবং তার গ্রূপের সাথে সমন্বয় করে ) নির্ধারণ করবে ।
সর্বোপরি উমরাহ্ পালনকারী সৌদিআরবে অবস্থান কালিন সময় , সৌদি সরকার কর্তৃক নির্ধারিত সকল নিয়মাবলী শতভাগ মেনে চলবেন এবং গ্রূপের অন্যান্যদের প্রতি সহনশীল থাকবেন ।
পাসপোর্ট, লাগেজ ও হ্যান্ড বাগে উমরাহ কোম্পানির স্টিকার থাকতে হবে
** উল্লেখ যে, উমরাহ্ ভিসা / প্যাকেজ / ট্রাভেল সংক্রান্ত নিয়মাবলী যেকোনো সময় সৌদি সরকার কর্তৃক পরিবর্তন – পরিমার্জন হইতে পারে ।